গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
নানা কর্মসূচির মধ্যে দিয়ে গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ পালিত হয়েছে। গাইবান্ধা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
১৪ ডিসেম্বর সকালে জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ, গাইবান্ধা প্রেসক্লাব, গাইবান্ধা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।
গোবিন্দগঞ্জ উপজেলাঃ
গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ এবং উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ,বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক,জামায়াত আমীর মাওলানা বারী,উপজেলা জামায়াতে ইসলামের উপজেলার সেক্রেটারি আবুল কালাম আজাদ,পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনু,সদস্য সচিব আবু জাফর লেলিন জিএসটির সভাপতি আইয়ুব হোসেন সরকার,বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।
সাঘাটা উপজেলাঃ
সাঘাটা উপজেলায় বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে পুস্পমাল্য অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ শেষে র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ মোহাম্মদ আলী, থানা অফিসার ইনচার্জ বাদসা আলম, উপজেলা জামায়াতে ইসলামের সাংগঠনিক সেক্রেটারি ও প্রভাষক এনামুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, আজাহার আলী, দেলোয়ার হোসেন, আশরাফুল ইসলামসহ অন্যান্যরা। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলাঃ
পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার সকালে সিএমবি সংগ্লন্ন বদ্ধভূমিতে পুস্পমাল্য অর্পণ,আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান, পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার,থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্ট,বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা কমল চন্দ্র, বীরমুক্তিযোদ্ধা ওয়াদুদ সরকার, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশফেকুর রহমান রিপন।
এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
সাদুল্যাপুর উপজেলাঃ
সাদুল্যাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে
১০টায় উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার (ভারঃ) জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, ইপজেলা জামায়াত ইসলামী সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম ইসলাম ও সাদুল্যাপুর রিপোর্টার্স ক্লাব এর সভাপতি শহিদুল হক প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন,সমাজসেবা অফিসার মানিক চন্দ্র । এসময়
শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।