সংবাদ শিরোনাম ::
পাবনায় বুদ্ধিজীবী দিবসে মাত্র তিন সংগঠনের শ্রদ্ধা
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
পাবনায় বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। তবে এ বছর তিনটি সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের দুর্জয় পাবনা স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় পাবনা প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সদস্যরা।
এ সময় নিরবতা পালন করে মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের অবদান স্মরণ করা হয়। তবে, জাতির সূর্যসন্তানদের আত্মত্যাগের ঐতিহাসিক দিনটি পালনে বিভিন্ন বুদ্ধিবৃত্তিক পেশাজীবী সংগঠন শ্রদ্ধা জানাতে না আসায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন আগতরা।
এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসন, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী ও পাবনা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।