সাবেক মন্ত্রী এমরান আলী’র স্মরণে সভা
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের সংগঠন, সাবেক মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য এডভোকেট এমরান আলী সরকারের স্মরণ সভা ও দোয়া মাহফিল শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সাগরপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রাজশাহী জেলার আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা। দোয়া পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সালাম আল-মাদানী।
আত্মজীবনী পাঠ করেন, মরহুম এমরান আলী সরকারের ছেলে, রাজশাহী মহানগর সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু। সভা সঞ্চালনা করেন মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন ও মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, জিয়া পরিষদ রাজশাহী মহানগরীর সাবেক সভাপতি প্রকৌশলী প্রফেসর ড. আকতার হোসেন, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান টেনি, রাজশাহী জজ কোর্টের এপিপি এডভোকেট ফয়সাল আলম নয়ন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শ্যামল ও বিএনপি নেতা রফিকুল ইসলাম ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্ট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল। এছাড়াও বিএনপি’ অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এডভোকেট মরহুম এমরান আলী সরকার অতি সাধারণ জীবন যাপন করেছেন। সৎ রাজনীতিবিদ হিসেবে এক অনন্য উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন। সারাটা জীবন তিনি স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে রাজনীতি করে গেছেন। যা বর্তমান ও ভবিষৎ প্রজন্মের রাজনীতিবিদদের সৎ, রাজনীতি চর্চার প্রেরনার উৎস হয়ে থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের সাবেক মন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও বিএনপি রাজশাহীর প্রতিষ্ঠাতা আহŸায়ক রাজশাহী-২ (পবা বোয়ালিয়া) আসনের সংসদ সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কর্ণধার ছিলেন তিনি। প্রকৃত পক্ষে তিনি বহু গুনে গুনান্বিত ছিলেনন বলে উল্লেখ করেন প্রধান অতিথি। বক্তব্য শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেসে দোয়া ও মোনাজাত করা হয়।