ওয়াশ রুমে পড়ে ছিলেন কবি হেলাল হাফিজ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ১২০ বার পড়া হয়েছে
কবি হেলাল হাফিজ মারা গেছেন। মৃত্যুর আগে তিনি অনেককেই ফোন করে তার শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন। শাহবাগ থানা-পুলিশ জানায়, রাজধানীর শাহবাগের সুপার স্টার নামের একটি আবাসিক হোস্টেলে থাকতেন তিনি। শুক্রবার (১৩ ডিসেম্বর) সেই হোস্টেলের কমন ওয়াশ রুমে অচেতন অবস্থায় পড়ে যান কবি। উদ্ধারকালে তার মাথায় রক্ত দেখা যায়।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে হোস্টেলের অন্য সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ওয়াশ রুমের দরজা ভেঙে দেখেন কবি হেলাল হাফিজ ফ্লোরে পড়ে রয়েছেন এবং তার মাথা ফেটে রক্তক্ষরণ হচ্ছে। এরপর শাহবাগ থানা-পুলিশ এসে তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর বলেন, হোস্টেলের কমন ওয়াশ রুমে যাওয়ার পর তিনি দীর্ঘক্ষণ সাড়া না দেয়ায় সন্দেহ হয়। দরজা ভাঙার পর দেখা যায়, বেসিনের ওপর পড়ে তার মাথা ফেটে যায় এবং বেসিনটিও ভেঙে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে তিনি পড়ে গিয়েছিলেন।
কবি হেলাল হাফিজের মৃত্যুতে সাহিত্যমহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু দেশের সাহিত্যাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন অনেকেই।