ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সূর্যের তেজ নেই, মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপও। ঠান্ডা বাতাসের সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পুরো এলাকা। গত কয়েকদিন ধরে এ অঞ্চলে শীতের তীব্রতা একটু বেশি। সূর্যের দেখে মিললেও তেজ নেই তেমন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর বলছে, ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে পঞ্চগড়ের ওপর দিয়ে এখন মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

অন্যদিকে, চুয়াডাঙ্গায় শুক্রবার (১৩ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দু’দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৫ ডিগ্রি।

মৌসুমের প্রথম মৃদু এ শৈত্যপ্রবাহের সঙ্গে এ অঞ্চলে বইছে কনকনে ঠান্ডা বাতাসের দাপট। সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। যার তীব্রতা সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত প্রতিনিয়ত বাড়ছে।

দিনের কিছুসময় সূর্য উঠলেও উত্তাপ মিলছে না। হিমেল বাতাসে কনকনে শীতের কাছে কাবু হচ্ছে জনজীবন। এমন অবস্থায় নিম্নআয়ের মানুষদের দুর্ভোগে পড়তে হয়েছে। শীতার্ত মানুষদের খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সূর্যের তেজ নেই, মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়

সংবাদ প্রকাশের সময় : ১১:১৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপও। ঠান্ডা বাতাসের সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পুরো এলাকা। গত কয়েকদিন ধরে এ অঞ্চলে শীতের তীব্রতা একটু বেশি। সূর্যের দেখে মিললেও তেজ নেই তেমন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর বলছে, ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে পঞ্চগড়ের ওপর দিয়ে এখন মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

অন্যদিকে, চুয়াডাঙ্গায় শুক্রবার (১৩ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দু’দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৫ ডিগ্রি।

মৌসুমের প্রথম মৃদু এ শৈত্যপ্রবাহের সঙ্গে এ অঞ্চলে বইছে কনকনে ঠান্ডা বাতাসের দাপট। সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। যার তীব্রতা সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত প্রতিনিয়ত বাড়ছে।

দিনের কিছুসময় সূর্য উঠলেও উত্তাপ মিলছে না। হিমেল বাতাসে কনকনে শীতের কাছে কাবু হচ্ছে জনজীবন। এমন অবস্থায় নিম্নআয়ের মানুষদের দুর্ভোগে পড়তে হয়েছে। শীতার্ত মানুষদের খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানিয়েছেন তিনি।