বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
নড়াইলের সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই গ্রামের বাঁশবাগান থেকে বুধবার (১১ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে মহব্বত বিশ্বাস (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ। নিহত মহব্বত চাকই গ্রামের কালাম বিশ্বাসের ছেলে। পুলিশ লাশ উদ্বার করে রাতেই ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর সকালে মহব্বত বিশ্বাস বাড়ি থেকে বের হয়ে বাড়িতে আর ফিরে আসেনি। রাতে তাঁর স্বজনেরা অনেক খোঁজাখুজি করে সন্ধান পাননি। বুধবার বিকালে গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে মহব্বতের মরদেহ গলায় ফাঁস দেয়া অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে নড়াইল সদর থানা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম বৃহস্পতিবার সকালে জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকান্ড সে ব্যাপারে পুলিশ তদন্ত চালাচ্ছে। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তপূর্বক আইনের আওতায় আনা হবে।