যশোরে আ’ লীগ নেতা বিপু গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার ১১ ডিসেম্বর) দুপুরে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ডিবি পুলিশের ওসি (ভারপ্রাপ্ত) দেবব্রত হরি জানান, আজ দুপুর দেড়টায় ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে বিপুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও মাহমুদ হাসান বিপু আত্মগোপনে থেকে বিভিন্ন নাশকতা কর্মকান্ড পরিকল্পনা করছে মর্মে জানা গিয়েছে।
উল্লেখ্য, মাহমুদ হাসান বিপুর বিরুদ্ধে ২০২১ সালের ১১ জানুয়ারি রাতে ইমরান নামে এক পুলিশ সদস্যকে মারপিট করার অভিযোগে মামলা আদালতে চলমান রয়েছে।