সংবাদ শিরোনাম ::
আইডিআইএসপারার যাত্রা শুরু
মোঃ শাহ জালাল, বরিশাল
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
বরিশাল সেইন্ট বাংলাদেশ সভাকক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আইডিআইএসপারা নামের সংগঠনের যাত্রা শুরু হয়েছে । বরিশালসহ সারাদেশের সব নাগরিক ও উন্নয়ন সংগঠনের মতামত প্রকাশ করা যাবে এখানে ।
বাংলাদেশের প্রত্যেক এলাকার সমস্যা ও সমাধানের জন্য বিশাল এক সম্ভবনা যা তুলে ধরলে মিলবে প্রকৃত সেবা কারীর অর্থ। যা থেকে সমাধান করা যাবে ওই কাজটি সরাসরি।
সহযোগীতার মেলবন্ধন নামের এই সভায় সভাপতিত্ত করেন প্রাইম নির্বাহী পরিচালক আহসান মুরাদ চৌধুরী, প্রধান অতিথি আইএমও কর্মকতা লুবনা ফারজানা।
বিশেষ অতিথি হেড অব ক্রিয়েটিভ মিডিয়ার মাহবুব মোর্শেদ রিফাত বলেন, আইডিআইএসপারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। শুধু এতদিন এটি বাংলাদেশে ছিল না । যা আজকে থেকে বাংলাদেশে এর কার্যক্রম শুরু হলো। যেখানে উপস্থিত ছিলেন বরিশালে বিভিন্ন উন্নয়ন সংগঠন কর্মী ও সাংবাদিক ও পেশাজিবী মানুষ।