আটঘরিয়ায় বেগম রোকেয়া দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
‘নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ স্লোগান গানকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্্যালী, আলোচনা সভা ও জয়িতাদের সন্মাননা ক্রেস প্রদান করা হয়েছে।
সোমবার ৯ ডিসেম্বর সকালে আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্্যালী উপজেলা থেকে বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন এডিসি শিক্ষা ও আইসিটি যশোর আটঘরিয়া উপজেলার কৃতি সন্তান খালেদা খাতুন রেখা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারি, কৃষি অফিসার সজীব আল মারুফ, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, চাটমোহর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আশরাফ আলী, উপজেলা সমন্বয়ক শহিদুল ইসলাম, সবুজ হোসেন, দেবোত্তর ডিগ্রি কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন উপজেলা মজিলা বিষয়ক কর্মকর্তা রামকৃষ্ণ পাল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সালাম।
অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলায় তিনজনকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করা। তারা হলেন-শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারি নারী এডিসি শিক্ষা ও আইসিটি যশোর আটঘরিয়া উপজেলার কৃতি সন্তান মাজপাড়া ইউনিয়নের কালাম নগর গ্রামের আব্দুস সামাদ মুকুল মোল্লার মেয়ে এবং এসএম মোজাহারুল ইসলামের স্ত্রী মোছা: খালেদা খাতুন রেখা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারি নারী দরবেশপুর গ্রামর মৃত আ: ছামাদ হোসেনের স্ত্রী মোমেনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন কুষ্টিয়া পাড়া গ্রামের রিকাউল ইসলামের স্ত্রী হাফিজা খাতুন। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী বাকী বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, নির্বাচন কর্মকর্তা রোখসানা নাসরিন, প্রানী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএস মাহদুল হক, প্রশিক্ষণ আহমেদ রুবেল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাসুদ রানা পাবনা০১৭৯০৬৩০৫১৩৯-১২-২৪