ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের পলাতক মন্ত্রী-এমপিরা লন্ডনের সমাবেশে

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্রজনতার গণ-আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় না আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পালিয়ে যাওয়ার পর থেকেই দলের মন্ত্রী-এমপিও নেতাকর্মীরা পলাতক রয়েছেন। তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি।

তবে লন্ডনের এক সমাবেশে কয়েকজন মন্ত্রী, এমপিও নেতাকর্মীকে দেখা গেছে প্রকাশ্যে। শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রথম কোন সমাবেশে পলাতক নেতাকর্মীদের দেখা গেল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল অনুষ্ঠানে দর্শকসারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে দেখা যায়। সেখানে সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও দেখা গেছে।

সমাবেশের দর্শকসারিতে ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

রোববার (৮ ডিসেম্বর) পূর্ব লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর ১ আসনের এমপি আব্দুর রহমান । সিলেট ২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী । সিলেট ৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব ।জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত কবির বিন আনোয়ার। গত বছরের জানুয়ারিতে তিনি মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসরে যান। এরপর চলতি বছরের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।

গত ১ অক্টোবর কবির বিন আনোয়ার ও তাঁর স্ত্রী তৌফিকা আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগের পলাতক মন্ত্রী-এমপিরা লন্ডনের সমাবেশে

সংবাদ প্রকাশের সময় : ০২:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

ছাত্রজনতার গণ-আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় না আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পালিয়ে যাওয়ার পর থেকেই দলের মন্ত্রী-এমপিও নেতাকর্মীরা পলাতক রয়েছেন। তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি।

তবে লন্ডনের এক সমাবেশে কয়েকজন মন্ত্রী, এমপিও নেতাকর্মীকে দেখা গেছে প্রকাশ্যে। শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রথম কোন সমাবেশে পলাতক নেতাকর্মীদের দেখা গেল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল অনুষ্ঠানে দর্শকসারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে দেখা যায়। সেখানে সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও দেখা গেছে।

সমাবেশের দর্শকসারিতে ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

রোববার (৮ ডিসেম্বর) পূর্ব লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর ১ আসনের এমপি আব্দুর রহমান । সিলেট ২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী । সিলেট ৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব ।জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত কবির বিন আনোয়ার। গত বছরের জানুয়ারিতে তিনি মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসরে যান। এরপর চলতি বছরের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।

গত ১ অক্টোবর কবির বিন আনোয়ার ও তাঁর স্ত্রী তৌফিকা আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।