‘হাসিনাকে রক্ষায় বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত’
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
শুধু শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। মাইজপাড়া ইউপির কৃষক দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি এম জাকারিয়া মাহমুদ এ কথা বলেন।
তিনি বলেন, ভারত নিজেদের গণতান্ত্রিক ও সেক্যুলার দেশ দাবি করলেও গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করেই দেশটি পরিচালিত হচ্ছে। দেশ রক্ষার জন্য সব শ্রেনি, পেশা, ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতের ষড়যন্ত্র নস্যাৎ করবে বলেও মন্তব্য করেন জেলা বিএনপির সিনিয়র এ নেতা।
তিনি আরো ও বলেন, ‘শিশু থেকে শুরু করে তরুণরা অকাতরে জীবন দিল। গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ঝড়েছে।‘ভারত, আপনারা আমরা পাশাপাশি। ভারত এতটাই অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমাদের মহান আত্মত্যাগকে আপনারা ভুলণ্ঠিত করার চেষ্টা করছেন।
শনিবার(৭ডিসেম্বর)বিকাল সাড়ে ৩ টার দিকে নড়াইলের মাইজপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি এস.এম স্বপন(বাবলু) এর সভাপতিত্বে মাজপাড়া ইউনিয়ন কৃষকদলের সমাবেশে আরো ও বক্তব্য রাখেন, নড়াইল জেলা কৃষক দলের আহবায়ক মোঃ নবীর হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব এস এম এনামুল কবীর চন্দন,নড়াইল সদর উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম বেগ,নড়াইল সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ নিয়াজ আহম্মদ,মাইজপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মাস্টার নাদের হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও মাইজপাড়া ইউপির তৌকির আহমেদ পিটু,সাবেক জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির সহ প্রমুখ ।
বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাইজপাড়া ইউনিয়নের ৯ জন কৃষককে শ্রেষ্ঠ কৃষক হিসেবে সম্মাননা ক্রেস্ট পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।