শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন বসন্তকেদার হাটপাড়া ফুটবল একাদশ
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
: মোহনপুর উপজেলার মৌমাছি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বসন্তকেদার হাটপাড়া ফুটবল একাদশ ট্রাইবেকারে চুনিয়াপাড়া ফুটবল একাদশকে ৩-২গোলে হারিয়ে চ্যম্পিয়ন হয়। শনিবার বিকেলে বসন্তকেদার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে মিলন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দুদর্শিতাপূর্ন একজন রাজনীতিবিদ ও জনপ্রিয় ব্যক্তি। কারন তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। এজন্য বাংলাদেশ নামে একটি ভূখন্ড রচিত হয়েছে। উড়ছে লাল সবুজের পতাকা। শুধু তাইনয় তিনি রাজনীতিতেও সফল হয়েছিলেন। তাঁর আমলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। ভঙ্গুর একটি দেশকে তিনি উন্নয়নের দিকে নিয়ে যাওয়া এবং বিশ^বাসীর নিকট তুলে ধরতে ও স্বীকৃতি আদায়ে কাজ করেছেন। তৈরী করেছিলেন ওআইসি।
তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট ছিলেন জনগণের আস্থার প্রতিক। এখন যেমন জনগণের আস্থার প্রতিক হয়ে দাঁড়িয়ে আছেন তিনবারের সাবেক সফল প্রধামন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারই জেষ্ঠ্য পুত্র তারুন্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারন বিএনপিকে মানুষ ভরসা পায়। এজন্যই বার বার ভোট দিয়ে নির্বাচিত করেছিলো। কিন্তু বিগত পনের বছরে স্বৈরাচার খুনি হাসিনা ভোট চুরি, ডাকাতী ও দিনের ভোট রাতে দিয়ে তার দলীয় নেতাদের এমপি বানিয়ে ছিলেন। তিনি পুরোপুরিভাবে গণতন্ত্র বিনষ্ট করে ফেলেছেন। নিজের ক্ষমতা ধরে রাখতে শত শত নেতাকর্মীকে খুন ও গুম করেছে। সেইসাথে নির্যাতন করে বাড়ি ছাড়া করে রেখেছিলো। দিয়েছে হাজারো গায়েবী মামলা।
মিলন আরো বলেন, শেষ মুহুর্তে পালানোর আগে ছাত্র-জনতাকে পাখিরমত গুলি করে হত্যা করেছে। সেই রক্ত পান করে খুনি হাসিান দেশ থেকে পালিয়ে গেছেন। বর্তমানে ভারতে থেকে বাংলাদশে নিয়ে অনেক ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন তিনি। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে দেননি। দেশের অর্থ কোনভাবেই বিদেশে পাচার হতে দেননি। তারযোগ্য উত্তরস্বরী বেগম খালেদা জিয়াও আপোষহীন ও দুর্নীতিমুক্ত নেত্রী। কিন্তু খুনি হাসিনা নিরাপরাধী বেগম খালেদা জিয়াকেও ছাড় দেননি। তাঁকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে পাঠিয়ে ছিলেন বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে তারেক জিয়াকে মিথ্যা মামলা সাজা দিয়েছে। শুধু তাইনয় অমানবিকভাবে নির্যাতন করে তাঁকে গুরুতর আহত করে করেছিলো। চিকিৎসার জন্য তিনি বর্তমানে লন্ডনে আছেন। দেশ নিয়ে এখনো ষড়যন্ত চলছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহŸান জানান তিনি। বক্তব্য শেষে বিজয়ী ও রানার-আপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে মৌমাছি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলী সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওহাটা পৌর বিএনপির আহŸায়ক ও নওহাটা পৌর সাবেক মেয়র মেয়র শেখ মকবুল হোসেন, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামিমুল ইসলাম মুন, মোহনপুর উপজেলা বিএনপির আহŸায়ক মাহাবুব আর রশিদ, যুগ্ম আহŸায়ক জাকির হোসেন বকুল, সদস্য সচিব বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাদের মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, মোহনপুর উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য বেলাল উদ্দিন খন্দকার, শাহিন আক্তার শামসুজ্জোহা, মিজানুর রহমান মিলন, কামাল হোসেন, মৌমাছি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর এ আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইউনুস আলী ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল প্রতিদ্ব›িদ্বতা করে।