ভাঙ্গায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় সংবাদ সম্মেলন
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৌর বিএনপির সাবেক আহবায়ক মিজানুর রহমান পান্নার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শ্রমিক দলের সভাপতি প্রার্থী ফারুক মুন্সি।
শনিবার শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেছেন ফারুক মুন্সি। ফারুক মুন্সি জনায় ১ লা ডিসেম্বর জাতীয় পত্রিকা দৈনিক কালবেলা,, বাংলাদেশের খবর,, যুগান্তর সহ আরো কিছু অনলাইন পত্রিকায় বাস কাউন্টার দখল নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সেখানে ভাঙ্গা উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সির চাচাতো ভাই ফারুক মুন্সিকে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বলে মিথ্যা বক্তব্য দিয়েছেন পৌর বিএনপির নেতা মিজানুর রহমান পান্না।
ফারুক মুন্সী আরো বলেন এমন মিথ্যা ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি ২৪ বছর যাবত বিএনপি’র সাথে সম্পৃক্ত, কোন সময় আমি শ্রমিক লীগের সঙ্গে জড়িত ছিলাম না।
আওয়ামী লীগ পতনের পর আমি বৈধভাবে ৬ই আগস্ট কাউন্টার নিয়েছি। বিএনপির নেতা পান্না সাহেব তার ভাতিজা পরশ ছাত্রলীগ নেতা কে দিয়ে বাস কাউন্টার বসিয়েছিলেন যাদের অত্যাচারে পনের বছর আমরা দেশ ছাড়া ছিলা।