ইসলামপুরে হানাদার মুক্ত দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। একাত্তুরের এইদিনে বাংলার অকুতোভয় মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে ইসলামপুর উপজেলায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
দিবসটি উপলক্ষে শনিবার (৭ ডিসেম্বর) ইসলামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে এতে থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ,বীর মুক্তিযোদ্ধা আঃ করিম,রহুল আমীন,জামাল উদ্দিন,মোতাহার হোসেন,মোজাহারুল হক,উপজেলা প্রকৌশলী আমিনুর ইসলাম,কৃষি কর্মকর্তা এএলএম রেদোয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।