বাংলাদেশ সাংবাদিক সংস্থা
গোদাগাড়ী শাখার সভাপতি পলাশ, সম্পাদক জামিল
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ সাংবাদিক সংস্থার গোদাগাড়ী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। দৈনিক খোলাকাগজ ও দৈনিক সানশাইন পত্রিকার সাংবাদিক সেলিম সানোয়ার পলাশকে সভাপতি ও দৈনিক কালবেলা ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সাংবাদিক জামিল আহম্মেদকে সাধারণ সম্পাদক করে মোট ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন : ২০২৫ সালের নতুন পাঠ্যবইয়ে যা থাকছে, যা থাকছে না
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী সদরে অবস্থিত খাবার বাড়ী রেস্টুরেন্টে সোনর বাংলা পত্রিকার সাংবাদিক সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিক আলম, সংস্থার আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বনি, রাজশাহী জেলা শাখার সদস্য ফজলুল করিম বাবলু ও কামরুজ্জামান বাদশা।
আরও পড়ুন : মাইনাস টু ফর্মুলা ষড়যন্ত্র, টার্গেট খালেদা-তারেক
বাংলাদশে সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিক আলমের স্বাক্ষরের মাধ্যমে এ কমিটি অনুমোদন লাভ করে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সফিকুল ইসলাম (সোনার বাংলা), সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব ( দেশের আওয়াজ), অর্থ সম্পাদক জাহিদ ইসলাম (দৈনিক সকালের সময়), দপ্তর, পাঠাগার ও প্রশিক্ষন সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক উপচার), প্রচার সম্পাদক আশ্রাফুল আলম (দৈনিক খবরপত্র ও বাংলা টাইমস) , নির্বাহী সদস্য ইসমাইল হোসেন বিপ্লব ( দেশের আওয়াজ) ও আশরাফ বাবু (ডেইলি অবজারভার)।
নবগঠিত এ কমিটি বাংলাদেশ সাংবাদিক সংস্থার চলমান কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে সকলে আশা প্রকাশ করে।