যুগ্ম সচিবের অপসারণ দাবিতে ‘মহাসমাবেশের’ ডাক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
জাতীয় পেকমিশন গঠন, বেতনবৈষম্য দূর করাসহ ৯ দফা দাবিতে আগামী ৪ ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সচিবালয় চত্বরে এই কর্মসূচি ঘোষণা করেন ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’ সংগঠনের সভাপতি মো. বাদিউল কবীর।
তিনি বলেন, আগামী ৪ ডিসেম্বরের আগে যদি তাদের ঘোষিত দাবি পূরণের বিষয়ে পদক্ষেপ নেয়া না হয়, তাহলে তারা ৪ ডিসেম্বর মহাসমাবেশ করবেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে আগের মতো ১০০ শতাংশ পেনশনগ্র্যাচুইটি প্রথা চালু করা, সব স্তরের কর্মচারীদের জন্য আগের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু, কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক আয়সীমা ৫ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত রাখা, রাষ্ট্রপতির কার্যালয়ের মতো সচিবালয় ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো রেশনিং প্রথা চাল।
এছাড়া পতিত সরকারের আমলে চাকরিতে অন্যায়ভাবে আরোপিত সব আদেশ প্রত্যাহার, ভ‚তাপেক্ষ জ্যেষ্ঠতা প্রদানসহ আর্থিক সুবিধা প্রদান।
তারা আরও দাবি করেন, চাকরির বয়সসীমা ৫৯ বছর থেকে ৩ বছর বর্ধিত করে ৬২ বছর নির্ধারণ, সচিবালয় কর্মচারীদের তাদের কর্মস্থলের সাথে সংগতিপূর্ণ ও যৌক্তিক পদনাম প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে চরমভাবে বঞ্চিত বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য প্রাপ্যতানুযায়ী সংখ্যানুপাতে পদ সংরক্ষণের আদেশ জারি করতে হবে।
সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীরের সভাপতিত্বে ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, মো. শাহীন, বেলাল হোসেন, সুমন, সিনিয়র নেতা মাহে আলম তৌহিদুল ইসলাম, সোহরাব হোসেন, অর্থ বিভাগের প্রতিনিধি নুরুজ্জামান, জনপ্রশাসনের প্রতিনিধি আরিফ হোসেন ও নজরুল ইসলাম প্রমুখ।