বাগেরহাটে জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত খেলোয়ারদের সংবর্ধনা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 282.48495; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বাগেরহাটের কৃতি ৯ খেলোয়ারদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত এসব কৃতি খেলোয়ারদের সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস, জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমদ, জেলা ক্রীড়া সংস্থা সচিব শওকত আলী বাবু, ফুটবল কোচ মোহাম্মদ মিন্টু বক্ত্য রাখেন।
সংবর্ধিত জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত কৃতি খেলোয়ারদের মধ্যে রয়েছেন, ২০২৪ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবল দলের সহকারী কোচ মিস মিরোনা, ২০২৪ আইডাবøুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন রেগুলেশন বাহরাইন-এ বাংলাদেশ দলের ভারোত্তলক কোচ বিশ্বাস আনিছুর রহমান, বাহরাইনে বাংলাদেশ দলের ভারোত্তলক খেলোয়ার বাকী বিল্লাহ ও ভারোত্তনে জাতীয় পদকপ্রাপ্ত ৬ জনকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।