সংবাদ শিরোনাম ::
বাউফলে ডাকাতি, ফ্রিজের মাছ-মাংস লুট
মো. সফিকুর রহমান সিহাব, বাউফল (পটুয়াখালী)
- সংবাদ প্রকাশের সময় : ০২:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন সরদার বাড়িতে তাছলিমা মঞ্জিলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ডাকাতদল ঘরের জানালার গ্রীল কেটে প্রথমে ভেতরে ঢুকে পেছনের দরজা খুলে দেয়। এরপর বাইরে থাকা আরো ১৫-১৬ জন ডাকাত ঘরের ভেতরে ঢুকে। এরপর তারা অস্ত্রেরমুখে গৃহকর্মী ফজিলাতুন্নেছা ও তার ছেলে মেয়েকে তুলে নেয়ার হুমকি দিয়ে ষ্টীলের আলমারির চাবি নিয়ে নেয়। ডাকাতরা আলমারি খুলে নগদ প্রায় ১ লাখ টাকা ও ১৪-১৫ ভরি স্বর্ণ নিয়ে যায়। যাওয়ার সময় তারা ফ্রীজ থেকে মাছ মাংস নিয়ে যায়।
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।