সাপ্তাহিক প্রযুক্তি’ নতুন কার্যালয় উদ্বোধন
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের (এসএসএস) নির্বাহী পরিচালক ও সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি আব্দুল হামিদ ভূঁইয়া ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।
এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সহ-সভাপতি ও সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকার সম্পাদক কাজী জাকেরুল মওলা, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর কামরুজ্জামান, এসএসএস’র সিনিয়র পরিচালক (ঋণ) সন্তোষ চন্দ্র পাল, সাধারণ গ্রন্থাগারের সদস্য সচিব খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, সিডিসি’র যুগ্ম-সম্পাদক সাম্য রহমান, নাট্য অভিনেতা মীর নাছিমুল ইসলাম ‘সহ জেলার প্রায় ৫০ জন সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষক, নাট্য অভিনেতা ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
প্রকাশ, ১৯৯৪ সালের আগষ্ট মাস থেকে শহরের মসজিদ রোডে সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকার কার্যক্রম চালানো হচ্ছিল। নতুন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে নতুন উদ্যমে এর সম্প্রসারিত কার্যক্রম শুরু হলো।