সদরপুরে ৭ জুয়ারি গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর বাজার এলাকার নতুনডাঙ্গী গ্রাম থেকে ২৬ নভেম্বর (মঙ্গলবার) রাতে জুয়ার আসর থেকে ৭ জুয়ারিকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে এস,আই তানভির এর নেতৃত্বে একদল পুলিশ ঢেউখালী ইউনিয়নের নতুন ডাঙ্গী গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় ৭ জন কে গ্রেপ্তার করে।
গ্রেফতার কৃতরা হলেন ১. রিপন বেপারী (৩৫) পিতা মৃত চাঁন মিয়া বেপারী, ২.আঃ
রব মোল্যা (৬০) পিতা মৃত আনছার মোল্যা, ৩. সেলিম সেক ( ২৫) পিতা সেক নান্দু ৪. সেক বজলু (৪৫) পিতা মৃত সেক
চমিরুদ্দীন ৫. মোঃ নুর ইসলাম খান (৫৪)
পিতা মৃত সুনদর খান। ৬. মোঃ আজিত মাতুব্বর (৪৫) পিতা মোঃ আয়নাল মাতুব্বর এবং শাহিদ মাতুব্বর( ৫০) পিতা
মৃত আলাউদ্দিন মাতুব্বর। গ্রেফতার কৃত সবার বাড়ি উপজেলার ঢেউখালী ইউনিয়নের মুন্সি গ্রাম, নতুন ডাঙ্গী, বাবুরচর ও বালিয়াহাটি গ্রামে।
গ্রেফতার কৃত সবার বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।