যশোর আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে সরকারি সহকারী কৌঁসুলি (এপপি) সাইফুল ইসলাম (৩৫) হত্যাতাকান্ডের সাথে জড়িতদের অভিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
আজ ২৭ নভেম্বর বুধবার দুপুরে জজকোট মোড়ে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম যশোর ইউনিটের এ মানববন্ধন আয়োজন করে।
এসময় নেতৃবৃন্দ বলেন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহনিী ও আইনজীবীদরে সঙ্গে বাংলাদশে সম্মলিতি সনাতনী জাগরণ জোটরে মুখপাত্র চন্মিয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদরে সংর্ঘষ হয়। ওই সময় সাইফুল ইসলাম নিহত হন। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপপি)ি ছলিনে। যারা চট্টগ্রামে আইনজীবী সাইফফুল ইসলামকে হত্যা করেছে তাদরে ২৪ ঘণ্টার মধ্যে গ্রপ্তোর এবং ইসকনকে নষিদ্ধি করতে হবে। ইসকন একটি জঙ্গি সংগঠন। ইস্কনের সকল র্কাযক্রম নষিদ্ধি করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী হত্যাকারী ইস্কন সদস্যদরে প্রেপ্তোর করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে বৃহৎ আন্দোলন গড়ে তুলা হবে।
এ সময় বক্তব্য রাখেন যশোর বারের সিনিয়ার আইনজীবি এড. সৈয়দ সাবেরুল হক সাবু, এড. হাজী মুকুল, এড. নজরুল ইসলঅম, এড. গফুর, এড.রোকুরুন্নুন জামান প্রমুখ।