সংবাদ শিরোনাম ::
শহীদ ডা. মিলন দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
শহীদ ডা. মিলন দিবস আজ। ১৯৯০ সালের ২৭ নভেম্বর এরশাদবিরোধী আন্দোলনের এক পর্যায়ে চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে গুলিতে নিহত হন।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব মিলনের আত্মদানের মাধ্যমে সেদিনের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়েছিল। পরবর্তীতে ছাত্র-গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরতন্ত্রের।
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন। তারেক রহমান তার বাণীতে বলেন, ‘শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সব সময় আমাদের প্রেরণা জোগাবে।’
মির্জা ফখরুল বলেন, সব কর্তৃত্ববাদী, স্বৈরাচারী গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ডা. মিলন আমাদের প্রেরণার উৎস।