সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে (২৬ নভেম্বর)মঙ্গলবার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা । এ সময় পুলিশ সুপার জেলার পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন।
টাঙ্গাইল জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।