শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
সীমান্তবর্তী জেলা পঞ্চগড় ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে কাঁপছে। কয়েকদিন ধরে বাড়ছে শীতের তীব্রতা ।মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রির ঘরে ওঠানাম করছে।
সোমবার (২৫ নভেম্বর) এই সময়ে ১৩ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল। সামনের দিনে তাপমাত্রা আরো কমতে শুরু করবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সকালে দেখা যায়, কুয়াশা ভেদ করে সূর্যের আলো দেখা যায়। সেই সঙ্গে ঝরছে হালকা কুয়াশাও। শিশির মাড়িয়ে কাজে যেতে দেখা যায় চাষিদের।
সাথানীয়রা জানান, সন্ধ্যার আগেই গায়ে শীতের কাপড় জড়াতে হচ্ছে। রাতে গায়ে কাঁথা-কম্বল ও লেপ মুড়িয়ে নিতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাসের কারণে কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। মঙ্গলবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে, দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ছে। মঙ্গলবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার (২৫ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন রবিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। নভেম্বর মাসজুড়ে এমন আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
জানা যায়, মঙ্গলবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। সকাল ৯টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় বেশ শীত অনুভূত হচ্ছে। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করবে।