সংবাদ শিরোনাম ::
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার
করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৮টায় তাকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম গ্রেপ্তার করে।
ডিএমপি মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, রাজধানীর শান্তিনগর এলাকায় তার উপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে গ্রেপ্তারের পর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।