সদরপুরের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার চরমানাইড় ইউনিয়ন ও দুপুরে আকোটেরচর ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন তাঁরা
এ সময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা, ফরিদপুর পশ্চিম অঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মোঃ শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হোসেন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, সদরপুর উপজেলা প্রকৌশলী আঃ মমিন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোতালেব হোসেন প্রমুখ।
পরিদর্শন শেষে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আমরা আজকে সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর ভাঙ্গন কবলিত দুটি এলাকা পরিদর্শন করেছি। নদীর ভাঙ্গনের ফলে এই অঞ্চলে প্রতি বছর ব্যপক ক্ষয়-ক্ষতি হয়। পানি সম্পদ মন্ত্রণালয়কে অতি দ্রত এসব এলাকায় ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছি। আশা করছি দ্রতই ভাঙ্গন রোধে তারা ব্যবস্থা গ্রহণ করবে।