লংগদুতে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা পরিষদের দুই সদস্যের মতবিনিময়
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
রাঙামাটির লংগদু উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ ও মো. হাবিব আজম। ২৪ নভেম্বর (রবিবার) বেলা দুই টায় লংগদু উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে নব নিযুক্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের দুই সদস্যের সঙ্গে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়া কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাবীব আজম বলেন, লংগদু রাঙ্গামাটির একটি অন্যতম উপজেলা। এখানে উপজেলা প্রেসক্লাবের সমস্যা থাকবে সেটা আজ নিজ চোখে না দেখলে বিশ্বাস হতো না। আপনারা জানেন আমি নিজেও একজন গণমাধ্যমকর্মী। গণ-মাধ্যমকর্মীগণ সর্বদা জাতির বিবেক হিসেবে কাজ করেন। আপনাদের মতামতের মাধ্যমে আমাদের সহযোগিতা করবেন।
এসময় তিনি লংগদু প্রেসক্লাবের কনফারেন্স ভবন নির্মাণসহ আসবাবপত্রের ব্যবস্থা গ্রহন করবেন বলেও আশ্বাস দেন।
লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের উপস্থাপনায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবিএস মামুন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন লংগদু উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্ঠা মো. এখলাস মিঞা খান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সদ্য নব গঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মো. মিনহাজ মুরশীদ ও রাঙ্গামাটি সদর উপজেলা কৃতি সন্তান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
এসময় আরো উপস্থিত ছিলেন গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ, ৫ আগস্ট বিপ্লবের পুলিশের রাবার বুয়েটের আগাত চোখ হারানো লংগদু উপজেলার বগাচত্তর ইউনিয়নের আমান উল্লাহ, করল্যাছড়ি রশীদ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক আব্দুর রহিম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ প্রমূখ।
জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ নানিয়ারচর- লংগদু সড়কের কাজের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন আমার প্রথম কাজ হবে লংগদু টু নানিয়ারচর রাস্তার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাওয়া। আমি কোন অন্যায় কাজ করবো না। কোন ভূল কাজ যাতে না করি, সেজন্য আপনারা সবাই সহযোগিতা করবেন।