‘দুই হাজার মানুষ খুন করতে হাসিনার বুক কাঁপেনি’
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, খুনি শেখ হাসিনা শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে ক্ষমতাটা আষ্টেপৃষ্ঠে ধরে রেখেছিলেন। যেখানে গেছেন সেখানেই তার পরিবার নিয়ে কান্নাকাটি করেছেন। তার পরিবারের ১৮ জনই শুধু মানুষ, আর এই দুই হাজার জন মানুষ নয়! এদের খুন করার সময় তার বুকটা একটুও কাঁপেনি।
শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নেয়ার সময় তিনি এসব এ কথা বলেন।
এ সময় সারজিস বলেন, খুনি হাসিনা সারাজীবন ১৯৭৫ সালের গল্প বলে ক্ষমতা সবসময় সুদৃঢ় করার চেষ্টা করেছেন। এখন তিনি দুই হাজার মানুষকে কীভাবে খুন করলেন। তিনি যদি দরদ বোঝেন তাহলে এ খুনগুলো কীভাবে করতে পারেন?
তিনি আরও বলেন, সবার কথা এখানে বলতে পারছি না। কিন্তু সবার আলাদা কষ্ট-ব্যথা আছে, এগুলো বলার মতো না। যে নবজাতক পৃথিবীতে আসার আগে জানতই না সে তার বাবার মুখ কোনো দিন দেখবে না, সে জানতই না কোনো দিন তার বাবা তাকে কোলে নিতে পারবে না।
সারজিস বলেন, খুনি হাসিনার দোসরদের বিচার হওয়ার প্রশ্নে তাদের একটা কথা হওয়া উচিত- তাদের পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারও সাফাই গাওয়ার প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও করতে দেবো না।
শেষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বরিশাল বিভাগের ৭৯ শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।