শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, আমি সবসময় নিপীড়িতের পক্ষে আছি। সে যেই হোক না কেন। শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকের ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছের কথা জানান জেড আই খান পান্না। এ বিষয়ে তিনি বলেছেন, সুযোগ হলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াব।
আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন পান্না বলেন- আগে ছিল গণগ্রেফতার, এখন হচ্ছে গণমামলা। তো গণমামলা হলে পরে গণগ্রেফতারও হবে। এটার ভিকটিম একসময় আমিও ছিলাম। তবে অকল্পনীয়ভাবে গণমামলা চলছে। এমন এর আগে কখনও হয়নি। একই স্ক্রিপ্ট- চোখ নষ্ট হয়ে গেছে, না হয় পা নষ্ট হয়ে গেছে অথবা গুলি লেগেছে; কিন্তু এজন্যে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে।
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি বক্তব্য দেখলাম। তিনি বলছেন, রাজনৈতিক দল যদি সংস্কার না চায়, তবে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপ বা অভিমান যে সুরেই তিনি এ কথা বলুক না কেন, এটাই সত্যি। এই অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও একমাত্র দায়িত্ব হচ্ছে, একটি সুষ্ঠু নির্বাচন দেয়া। সেই সঙ্গে, গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।