সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে ঢাকা দক্ষিণে ৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ৪১৫ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩৮৯ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৭৯ হাজার ৯৮৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ৮ জনের মধ্যে ৭ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। বাকি একজন চট্টগ্রাম বিভাগের।
তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ৫১৯ ডেঙ্গু রোগী।
এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৭৫ হাজার ৫৩৪ জন ছাড়পত্র পেয়েছে। বর্তমানের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ৪৫০ ডেঙ্গু রোগী।