সংবাদ শিরোনাম ::
৩০ নভেম্বরের মধ্যে দিতে হবে সম্পদের হিসাব
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
দেশের সব সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাখিল করতে হবে। এই নির্দেশনা দিয়েছে সরকার।
রোববার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ সেপ্টেম্বরের স্মারকের অনুবৃত্তিক্রমে জানানো যাচ্ছে যে, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য গোপণীয়তার স্বার্থে সিলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। সম্পদ বিবরণী দাখিলের শেষ তারিখ নভেম্বর ৩০, ২০২৪।