৫৫ বছরে পদার্পন উপলক্ষ্যে সুধী সংলাপ
- সংবাদ প্রকাশের সময় : ১২:০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
পাহাড়ের কিংবদন্তি ও চারণ সাংবাদিক দৈনিক ইত্তেফাক পত্রিকার রাঙ্গামাটি প্রতিনিধি ও দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একে এম মকছুদ আহমদের সাংবাদিকতায় ৫৫ বছরে পদার্পন উপলক্ষ্যে সুধী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাঙামাটি প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সুধী সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
সুধী সংলাপে রাঙামাটি ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ড এস এম ফরহাদ হোসেন, সদর জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন ভট্টাচার্য্য প্রমুখ।
বক্তারা বলেন, পাহাড়ের সাংবাদিকতায় এক ও অনন্য নাম একে এম মকছুদ আহমেদ। তিনি একসময় ঝুঁকি নিয়ে পাহাড়ে সাংবাদিকতা শুরু করেছেন বলেই পাহাড়ের সাংবাদিকতা আজ সমাদৃত। চারণ এই সাংবাদিকের হাত ধরেই আজ অনেক গুনী সাংবাদিকতার বিচরণ।
বক্তারা একমত প্রকাশ করে বলেন, তিনি এখনও অদম্য, তার কলম এখনও ক্ষুরধার। গুনী এই সাংবাদিককে যেন রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।