ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ে করা যাবে না তিন মাস

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়াবহ বায়ুদূষণের কারণে নাজেহাল অবস্থা পাকিস্তানের। বেশি খারাপ লাহোরের অবস্থা। পাকিস্তানের এই শহরের বাতাসের গুণগত মান এখন ১১৬৫। যাকে ভয়াবহ বললেও কম বলা হয়। গুরুতর এ পরিস্থিতি সামাল দিতে একাধিক নির্দেশনা জানিয়ে দেয়া হয়েছে। এও বলা হয়েছে যে, এই পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আগামী তিন মাস বিয়ে করা যাবে না।

দূষণের জেরে বর্তমানে নাজেহাল অবস্থা ভারতের রাজধানী দিল্লিও। তবে যেখানে দূষণের মাত্রা ৪২০ সেখানে পাকিস্তানে এই অঙ্কটা দাড়িয়েছে ১১৬৫। গত ২৪ ঘণ্টায় এই গ্যাস চেম্বারে অসুস্থ হয়েছে ১৫ হাজার মানুষ। দূষণ ও ধোঁয়ার কারণে রোগীর ক্রমাগত বেড়ে চলেছে।

স্বাস্থ্য সংকটের জেরে হাসপাতালগুলোতে উপচে পড়েছে ভিড়। মূলত শুকনো কাশি, শ্বাসকষ্টের সমস্যা, নিউমোনিয়া ও বুকে সংক্রমণের উপসর্গ দেখা যাচ্ছে রোগীদের।

সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত একমাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রায় ২০ লাখ মানুষ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, পরিস্থিতি সামাল দিতে একাধিক নির্দেশনা জারি করা হয়েছে দেশটির প্রশাসনের তরফ থেকে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো বিয়ের অনুষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগামী তিনমাস বিয়ের অনুষ্ঠানের উপর নিসেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

প্রশাসনের যুক্তি হলো-বিয়ের অনুষ্ঠানে শব্দবাজি, আতশবাজি পোড়ানো হয় ফলে বৃদ্ধি পায় দূষণ। তাই এই নির্দেশিকা। এর পাশাপাশি দূষণ রোধে ইটভাটার কাজ, নির্মাণ সংক্রান্ত কাজে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ব্যক্তিগত গাড়ি রাস্তায় না নামানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি পরিস্থিতি না শোধরানো পর্যন্ত স্কুল, কলেজগুলি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

লাহোরের তুলনায় ভারতের রাজধানী দিল্লি কিছুটা ভালো থাকলেও উদ্বেগ কাটছে না। বর্তমানে এখানে দূষণের মাত্রা ৪২০। এই অবস্থায় প্রবল বিতর্কের মাঝে পড়ে শুক্রবার (১৫ নভেম্বর) দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী সরকারি অফিসের সময় বদলের ঘোষণা করেছেন। মূলত একই সময়ে রাজধানীর ট্রাফিক দূষণ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশে বলা হয়েছে, দিল্লি পুরসভা চলবে সাড়ে ৮টা থেকে ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় সরকার অফিস খুলবে ৯টায়। চলবে সাড়ে ৫টা পর্যন্ত। দিল্লি সরকারি দফতরগুলি ১০টা শুরু হয়ে চলবে সাড়ে ৬টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ে করা যাবে না তিন মাস

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

ভয়াবহ বায়ুদূষণের কারণে নাজেহাল অবস্থা পাকিস্তানের। বেশি খারাপ লাহোরের অবস্থা। পাকিস্তানের এই শহরের বাতাসের গুণগত মান এখন ১১৬৫। যাকে ভয়াবহ বললেও কম বলা হয়। গুরুতর এ পরিস্থিতি সামাল দিতে একাধিক নির্দেশনা জানিয়ে দেয়া হয়েছে। এও বলা হয়েছে যে, এই পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আগামী তিন মাস বিয়ে করা যাবে না।

দূষণের জেরে বর্তমানে নাজেহাল অবস্থা ভারতের রাজধানী দিল্লিও। তবে যেখানে দূষণের মাত্রা ৪২০ সেখানে পাকিস্তানে এই অঙ্কটা দাড়িয়েছে ১১৬৫। গত ২৪ ঘণ্টায় এই গ্যাস চেম্বারে অসুস্থ হয়েছে ১৫ হাজার মানুষ। দূষণ ও ধোঁয়ার কারণে রোগীর ক্রমাগত বেড়ে চলেছে।

স্বাস্থ্য সংকটের জেরে হাসপাতালগুলোতে উপচে পড়েছে ভিড়। মূলত শুকনো কাশি, শ্বাসকষ্টের সমস্যা, নিউমোনিয়া ও বুকে সংক্রমণের উপসর্গ দেখা যাচ্ছে রোগীদের।

সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত একমাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রায় ২০ লাখ মানুষ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, পরিস্থিতি সামাল দিতে একাধিক নির্দেশনা জারি করা হয়েছে দেশটির প্রশাসনের তরফ থেকে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো বিয়ের অনুষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগামী তিনমাস বিয়ের অনুষ্ঠানের উপর নিসেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

প্রশাসনের যুক্তি হলো-বিয়ের অনুষ্ঠানে শব্দবাজি, আতশবাজি পোড়ানো হয় ফলে বৃদ্ধি পায় দূষণ। তাই এই নির্দেশিকা। এর পাশাপাশি দূষণ রোধে ইটভাটার কাজ, নির্মাণ সংক্রান্ত কাজে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ব্যক্তিগত গাড়ি রাস্তায় না নামানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি পরিস্থিতি না শোধরানো পর্যন্ত স্কুল, কলেজগুলি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

লাহোরের তুলনায় ভারতের রাজধানী দিল্লি কিছুটা ভালো থাকলেও উদ্বেগ কাটছে না। বর্তমানে এখানে দূষণের মাত্রা ৪২০। এই অবস্থায় প্রবল বিতর্কের মাঝে পড়ে শুক্রবার (১৫ নভেম্বর) দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী সরকারি অফিসের সময় বদলের ঘোষণা করেছেন। মূলত একই সময়ে রাজধানীর ট্রাফিক দূষণ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশে বলা হয়েছে, দিল্লি পুরসভা চলবে সাড়ে ৮টা থেকে ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় সরকার অফিস খুলবে ৯টায়। চলবে সাড়ে ৫টা পর্যন্ত। দিল্লি সরকারি দফতরগুলি ১০টা শুরু হয়ে চলবে সাড়ে ৬টা পর্যন্ত।