সুন্দরবনে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধানসহ আটক ২
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে কুখ্যাত বনদস্যু আসাবুর বাহিনী প্রধান সরদার আসাবুর সানা (৪২) ও তার সহযোগী আলমগীর মীরকে (২৮) আটক করেছে কোস্টগার্ড। দুটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক দুই বনদস্যু খুলনা জেলার দাকোপ থানার সুতারখালী গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে খুলনার দাকোপ থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। বিকালে তাদের অস্ত্র ও গুলিসহ দাকোপ থানায় হস্থান্তর করা হয়েছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা, লে. কমান্ডার মো. শামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে (১২ নভেম্বর) দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদস্যরা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সুন্দরবনের কুখ্যাত বনদস্যু আসাবুর বাহিনী প্রধান আসাবুর ও তার সহযোগীকে ২ টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ আটক করা হয়। আসাবুর দীর্ঘদিন ধরে সুন্দরবন সংলগ্ন এলাকায় জেলেদের অপহরন করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে খুলনার দাকোপ থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।