সংবাদ শিরোনাম ::
বললেন আইন উপদেষ্টা
খুনের চেয়েও খারাপ অপরাধ গুম
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আইন উদেষ্টা আসিফ নজরুল বলেছেন, খুন করার চেয়েও বড় অপরাধ গুম। যারা গুমের শিকার হয়েছেন তাদের সম্পত্তি বন্টনে উত্তরাধিকার বিষয়ে আইন হবে।
শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এশিয়ান ফেডারেশন এগেইনেস্ট ইনভোলেন্টারি ডিসএপিরেন্স-এএফএডি’র দুই দিনব্যাপি অষ্টম কংগ্রেসের উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এসময় একই সাথে সরকার গুমের শিকার পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিকল্পনা করছে বলেও জানান আইন উপদেষ্টা।
অনুষ্ঠানে গুম প্রতিরোধে কঠোর আইন করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।