পুনর্বাসন করা হবে গণঅভ্যুত্থানে আহতদের
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন করাসহ ইউনিক আইডি কার্ড দেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. সায়েদুর রহমান।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার সঙ্গে ৬ উপদেষ্টার বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ড. সায়েদুর রহমান বলেন, ডিসেম্বরের মধ্যে এসব প্রক্রিয়া শেষ করা হবে। আগামী পাঁচ দিনের মধ্যে লিখিত রূপরেখা দেওয়া হবে। রূপরেখায় দেওয়ার টাইমলাইন অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, আহতদের একটি ইউনিক আইডি কার্ড থাকবে। সেটি তৈরি হওয়ার পর সব সুবিধাপ্রাপ্তি নিশ্চিত হবে। চিকিৎসার ক্ষেত্রে সব সরকারি প্রতিষ্ঠান থেকে আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। যেসব বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তি হবে সেখানেও পুরো বা আংশিক খরচ সরকার দিবে।
তিনি আরও বলেন, এতোদিন ব্যক্তিগতভাবে যত খরচ হয়েছে তার যথাযথ তথ্য দিলে ফেরত দেওয়া হবে। চোখ হারানোদের শিক্ষাগত যোগ্যতা ও সামর্থের সঙ্গে যথাযথ প্রশিক্ষিত করে তাকে ও তার পরিবারকে সহায়তা করা হবে। পঙ্গুত্ব বরণকারীদের সাধ্যমতো চিকিৎসা দেওয়া হবে।
তিনি জানান, ১৭ নভেম্বরের পর সাপোর্ট সেন্টার থাকবে। সেখান থেকে সব ধরনের সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। আহতদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে বেড ডেডিকেটেড থাকবে। ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে। ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা হবে। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে অভ্যুথানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে স্বল্পমেয়াদি ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে ধাপে ধাপে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, অভ্যুত্থানে শহিদ ও আহতরা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বুধবার ভুল বোঝাবুঝি হয়েছে। রাতে গিয়ে সেটি নিরসন করা হয়েছে। তাদের সঙ্গে এর আগেও বসা হয়েছে।
তথ্য উপদেষ্টা বলেন, শহিদ ও আহত সবাই রাষ্ট্র ও জাতির সঙ্গে সম্পর্কিত। রাজনৈতিক দলগুলোরও শহিদ আহতদের নিয়ে কাজ করা কর্তব্য। সবাই মিলে এ জাতীয় কর্তব্যে অবহেলা না করি। এই সরকারই আহত, শহিদ পরিবারদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে। এ বিশ্বাস তাদেরও আছে।