‘শেখ মুজিবের ছবি সরানো সঠিক সিদ্ধান্ত’
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
বঙ্গভবনের আলাদা কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনার আইন বলে টানানো শেখ মুজিবের ছবি বঙ্গভবনের আলাদা কক্ষ থেকে সরানো সঠিক সিদ্ধান্ত।
এর আগে, মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে রিজভী বলেছিলেন, জাতীয় পর্যায়ে যাদের অবদান আছে, তাদের সম্মান দিতে হবে। কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তা বিচার করবে। আওয়ামী লীগের মতো সংকীর্ণ মনা নয় বিএনপি। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত ছিল না। এরপর দুপুরে বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতিতে রিজভীর বক্তব্যের সংশোধনী দেওয়া হয়।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে রিজভী বলেন, গণমাধ্যমে প্রকাশিত ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে’ সংবাদ দেখে আমার দৃষ্টি আকর্ষিত হয়। আমি ভেবেছিলাম, বঙ্গভবনের দরবার কক্ষে সব রাষ্ট্রপতির ছবির সঙ্গে শেখ মুজিবের ছবিও সরানো হয়েছে। তবে প্রকৃতপক্ষে ছবিটি সরানো হয়েছিল অন্য একটি অফিস কক্ষ থেকে।
রিজভী আরও উল্লেখ করেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। আমি আমার অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখিত।