ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলের সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের চূড়ান্ত সূচি। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিসিবি আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের সূচি ঘোষণা করে। এবারের বিপিএল শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর এবং চলবে দেড় মাস ধরে, যা শেষ হবে ৭ ফেব্রুয়ারি ২০২৫।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে সাতটি দল- ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আশাবাদী, আগের আসরগুলোর তুলনায় আরও উন্নতমানের বিপিএল উপহার দিতে পারবে এবারের আয়োজন।

এবারের বিপিএলে টিকেট ব্যবস্থা সম্পূর্ণভাবে ডিজিটাল করা হয়েছে। পাশাপাশি, দর্শকদের সুবিধার্থে গ্যালারিতে বিনামূল্যে পানির ব্যবস্থা থাকবে এবং স্টেডিয়াম পরিষ্কার রাখতে থাকবে বিশেষ কর্মসূচি। এ ছাড়া শুরু থেকেই থাকবে ডিআরএস প্রযুক্তি, উন্নতমানের সম্প্রচার ব্যবস্থা, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকারদের অংশগ্রহণ।

ঢাকায় শুরু হবে বিপিএলের প্রথম পর্ব, যেখানে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে প্রথম ৮টি ম্যাচ। এরপর টুর্নামেন্ট স্থানান্তরিত হবে সিলেটে, যেখানে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত হবে মোট ১২টি ম্যাচ। ১৬ জানুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলবে পরবর্তী ১২টি ম্যাচ। এরপর বিপিএল আবার ঢাকায় ফিরে আসবে এবং ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।

৩ ফেব্রুয়ারি দুপুরে এলিমেনেটর আর একই দিন রাতে হবে প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি, এক দিনের বিরতি শেষে। ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ফাইনাল, যা দিয়ে শেষ হবে এই উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের ১১তম আসর।

বিপিএলে দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর ১:৩০টায় এবং শেষ হবে বিকেল ৪:৫০টায়। তবে শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়, আর রাতে ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়। রাতের অন্যান্য ম্যাচগুলো সন্ধ্যা ৬:৩০টায় শুরু হয়ে চলবে রাত ৯:৫০ পর্যন্ত।

এই আয়োজন দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন উত্তেজনা নিয়ে আসবে বলে আশা করছে বিসিবি, যারা বিপিএলকে আরও আকর্ষণীয় করতে বহুমুখী উদ্যোগ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিপিএলের সূচি প্রকাশ

সংবাদ প্রকাশের সময় : ১০:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের চূড়ান্ত সূচি। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিসিবি আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের সূচি ঘোষণা করে। এবারের বিপিএল শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর এবং চলবে দেড় মাস ধরে, যা শেষ হবে ৭ ফেব্রুয়ারি ২০২৫।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে সাতটি দল- ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আশাবাদী, আগের আসরগুলোর তুলনায় আরও উন্নতমানের বিপিএল উপহার দিতে পারবে এবারের আয়োজন।

এবারের বিপিএলে টিকেট ব্যবস্থা সম্পূর্ণভাবে ডিজিটাল করা হয়েছে। পাশাপাশি, দর্শকদের সুবিধার্থে গ্যালারিতে বিনামূল্যে পানির ব্যবস্থা থাকবে এবং স্টেডিয়াম পরিষ্কার রাখতে থাকবে বিশেষ কর্মসূচি। এ ছাড়া শুরু থেকেই থাকবে ডিআরএস প্রযুক্তি, উন্নতমানের সম্প্রচার ব্যবস্থা, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকারদের অংশগ্রহণ।

ঢাকায় শুরু হবে বিপিএলের প্রথম পর্ব, যেখানে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে প্রথম ৮টি ম্যাচ। এরপর টুর্নামেন্ট স্থানান্তরিত হবে সিলেটে, যেখানে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত হবে মোট ১২টি ম্যাচ। ১৬ জানুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলবে পরবর্তী ১২টি ম্যাচ। এরপর বিপিএল আবার ঢাকায় ফিরে আসবে এবং ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।

৩ ফেব্রুয়ারি দুপুরে এলিমেনেটর আর একই দিন রাতে হবে প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি, এক দিনের বিরতি শেষে। ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ফাইনাল, যা দিয়ে শেষ হবে এই উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের ১১তম আসর।

বিপিএলে দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর ১:৩০টায় এবং শেষ হবে বিকেল ৪:৫০টায়। তবে শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়, আর রাতে ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়। রাতের অন্যান্য ম্যাচগুলো সন্ধ্যা ৬:৩০টায় শুরু হয়ে চলবে রাত ৯:৫০ পর্যন্ত।

এই আয়োজন দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন উত্তেজনা নিয়ে আসবে বলে আশা করছে বিসিবি, যারা বিপিএলকে আরও আকর্ষণীয় করতে বহুমুখী উদ্যোগ নিয়েছে।