জলবায়ু পরিবর্তনে ক্ষতি ১২ বিলিয়ন ডলার: প্রেস সচিব
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
প্রতি বছর জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ১২ বিলিয়ন ডলারের ক্ষতি হলেও সহায়তা মেলে মাত্র ৩ বিলিয়ন- এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, জলবায়ু পরিবর্তনে ফলে হওয়া ক্ষতির এক-চতুর্থাংশও দেয়া হচ্ছে না।
আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান জলবায়ু সম্মেলনে (কপ-২৯) অংশ নিয়ে এ কথা জানান তিনি।
শফিকুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বড় ধরনের হুমকির মুখে বাংলাদেশ। বিশ্বের যেসব দেশ জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। কেবল আশ্বাস নয়, বাংলাদেশের মতো দেশগুলোকে ক্ষতিপূরণের সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে।
এদিকে, জলবায়ু সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ বেশ কয়েকজন বিশ্বনেতা সাক্ষাৎ করেছেন।