কাঁচপুরে কাজ করার সময় বিস্ফোরণ, দগ্ধ ৭ শ্রমিক
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের কাঁচপুরে রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে শ্রমিকসহ ৭ দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলো-জয়, জাহাঙ্গীর আলম, মো. সুলতান, রাজু, মিজান, রিপন ও মো. শাহজালাল।
সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। চিকিৎসক জানান, দগ্ধদের মধ্যে দুইজন শঙ্কামুক্ত হলেও বাকি পাঁচজনকে অবস্থা আশঙ্কাজনক।
স্বজনরা জানান, রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তার কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। তখন সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে মিজান ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলম দগ্ধ ১০ শতাংশ, রিপন দগ্ধ ৯ শতাংশ, সুলতান দগ্ধ ২০ শতাংশ, শাহজালাল দগ্ধ ৭ শতাংশ, মো. জয় দগ্ধ ২২ শতাংশ ও রাজু ২ শতাংশ দগ্ধ নিয়ে আমাদের জরুরি বিভাগে আসে। এদের মধ্যে চারজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের ভর্তি দেওয়া হয়েছে।