বাংলাদেশ থেকে নার্স নেবে সৌদি আরব
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
সৌদি আরব সম্প্রতি বাংলাদেশ থেকে নার্স নিয়োগ দিতে শুরু করেছে। সাধারণত বাংলাদেশ থেকে কম বেতনের, স্বল্প-দক্ষ শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। এবার বাংলাদেশি নার্স নিয়োগের মাধ্যমে দেশটি নতুন এক অধ্যায়ের সূচনা করল।
প্রাথমিকভাবে সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে ৫শ’ নার্স নিয়োগের লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তারা জানান, বাংলাদেশি প্রার্থীরা যদি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া কঠোর শর্তাবলি পূরণ করতে পারেন, তাহলে নিয়োগের সংখ্যা ধীরে ধীরে বাড়তে পারে।
গত ২৪ অক্টোবর রাষ্ট্রায়ত্ত রিক্রুটিং এজেন্সি বোয়েসেল সৌদি আরবভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আফরাস ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানিতে নিয়োগের জন্য যোগ্য বিএসসি নার্সদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
যোগ্য নার্সদের বেতন হবে এক লাখ টাকার বেশি। তবে যোগ্য প্রার্থীদের অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে ইংরেজিতে দক্ষতার পাশাপাশি সৌদি প্রোমেট্রিক পরীক্ষার সনদ থাকতে হবে।
নার্সরা সৌদি আরবে কাজ করার জন্য কতটা প্রস্তুত, তা যাচাই করার পরীক্ষা হচ্ছে সৌদি প্রোমেট্রিক। প্রোমেট্রিক কর্তৃক পরিচালিত এই পরীক্ষা সৌদি কমিশন ফর হেলথ স্পেশালটি থেকে নার্সিং লাইসেন্স পাওয়ার জন্য পূর্বশর্ত।
বোয়েসেলের সদ্যসাবেক ব্যবস্থাপনা পরিচালক মল্লিক আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে প্রায় ২০০ নার্সের চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণ করা গেলে ক্রমান্বয়ে আরও নার্স নেয়া হবে।
সম্প্রতি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে বেসরকারি এজেন্সি নাজিফা রিক্রুটমেন্ট সার্ভিসেস বাংলাদেশি নার্সদের জন্য একটি বড় নিয়োগ পরীক্ষার আয়োজন করে। পরীক্ষায় প্রায় ৩০০ নার্স অংশ নেন। নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের দক্ষতা যাচাই করা হয়। ২৮১ জন প্রার্থীর মধ্যে ২১৫ জন নার্স ভালো ফলাফল করে উত্তীর্ণ হন এবং তাদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন হাসপাতালে নার্স স্পেশালিষ্ট হিসেবে নিয়োগ পান।
মে মাসে সৌদি গেজেট-এর প্রকাশিত প্রতিবেদনে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়েরর এক প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, ২০২৩ সালে সৌদির স্বাস্থ্য খাতে নিবন্ধিত ও ক্লাসিফাইড নার্সের সংখ্যা ছিল দুই লাখ ৩৫ হাজার ৪৬১ জন।
২০১৮ সালে দেশটিতে নিবন্ধিত নার্স ছিলেন এক লাখ ৮৪ হাজার ৫৬৫ জন। এর মধ্যে ৭০ হাজার ৩১৯ জন সৌদি নাগরিক। দেশটির নার্সিং কর্মশক্তিতে বিদেশি নার্স প্রায় প্রায় ৭০ শতাংশ। এই বিদেশি নার্সদের বেশিরভাগই ভারত, ফিলিপাইন ও মালয়েশিয়ার।