‘দেশ ইজারা দেন, দেখিয়ে দিবো কিভাবে চালাতে হবে’
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ৫ বছরের দেশ ইজারা দেন দেখিয়ে দিবো কি ভাবে চালাতে হবে। জামায়াতে ইসলামী দল ঘুষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার করেনা।
কখনো হিন্দুদের মন্দির হামলা করেনি। তারা মানুষের জন্য কাজ করে বিপদে পড়লে সহযোগীতা করে। নতুন বাংলাদেশ কে ঢেলে সাজাতে হবে। কর্মীদের আরও দক্ষ হতে হবে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। তিনি বলেন, জামায়াত নির্বাচন চায় তবে হাসিনা মার্কা নির্বাচন কমিশন দেখতে চায়না। এমন নির্বাচন আয়োজন করা হোক যাতে সকলে উৎসাহ উদ্দিপনা নিয়ে ভোট দিতে পারে।
তিনি ৯ নভেম্বর (শনিবার) বিকেলে লক্ষ্মীপুর সদরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দ্রগঞ্জ থানা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, ভোটার লিষ্ট সংশোধন, ইলেকশন কমিশন সংস্কার অপরিহার্য, আমরা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন (পিআর পদ্ধতি) এর কথা বলেছি, যেটা নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করবে এবং দেশের ক্ষমতার ভারসাম্য হবে, ভবিষ্যতে যেকোন ফ্যাসিজম বা এক নায়কতন্ত্রকে রোধ করবে, সেই সংস্কার এনে যত দ্রুত সম্ভব দিস ওনার দি বেটার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করেন। সম্মেলনে প্রধান বক্তা বক্তব্য ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী ড. মোহাম্মদ রেজাউল করিম।
চন্দ্রগঞ্জ থানা আমির মোস্তফা মোল্লার সভাপতিত্বে ও নায়েবে আমীর নুর মোহাম্মদ রাসেল এবং সেক্রেটারী এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহ, সেক্রেটারী ফারুক হোসেন নুরনবী, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা অফিস সম্পাদক অধ্যাপক আবদুর রহমান,শহর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সাবেক আমির মাওলানা নাজমুল ইসলাম শামীম প্রমুখ।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ কাউসার আহমেদ এর পিতা ফিরোজ আলম সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন। শহীদ পরিবারের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন শহীদ পারভেজ এর পিতা মোহাম্মদ নুরনবী।