হবিগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
কর্তৃক আয়োজিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে শনিবার ( ৯ নভেম্বর) সকাল ১০ টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুনর- অর- রশিদ সভাপতিত্বে এবং পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্সের ফোকাল পার্সন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: ছিফাত উল্লাহ এর উপস্থাপনা ও সঞ্চালনায়, কনফারেন্সের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় ছিল পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে (ক) সাক্ষী এবং অভিযুক্তদের প্রতি ইস্যুকৃত সমন এবং বিভিন্ন প্রসেস জারীকরণ; (খ) অনুসন্ধান এবং তদন্তকালীন দীর্ঘ সূত্রিতা ও প্রতিবন্ধকতা দূরীকরণ; (গ) জখমী সনদ ও ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তির প্রতিবন্ধকতা দূরীকরণ।
এছাড়াও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে মোহাম্মদ হারুন-অর-রশীদ হবিগঞ্জ জেলায় যোগদানের পর উল্লেখযোগ্য হারে মামলা নিষ্পত্তি, আদালত ভবনের উন্নয়ন ও সংস্কারমূলক উদ্ভাবনী কাজের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার, হবিগঞ্জ মোঃ রেজাউল হক খান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা, হবিগঞ্জ জেলার সিভিল সার্জন এর প্রতিনিধি ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতাল হবিগঞ্জ ডাঃ মোহাম্মদ আমিনুল হক সরকার।
এছাড়াও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, আর.এম.ও. ডা. মোমিন উদ্দিন চৌধুরী, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, র্যাব-৯ সিপিসি-০১ শায়েস্তগঞ্জ এর কোম্পানী কমান্ডার, পিবিআই, সি.আই.ডি, ডি.বি, কোর্ট পুলিশ পরিদর্শক, সকল থানার অফিসার ইনচার্জগণ, হবিগঞ্জ জেলা বার এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোছাব্বির বকুল, পাবলিক প্রসিকিউটর মোঃ আব্দুল হাই সহ ফৌজদারী মামলা দায়ের, তদন্ত ও বিচার কাজের সাথে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।