নির্বাচনে সরকারকে যৌতিক সময় দিতে চায় জামায়াত
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ড. শফিকুর রহমান বলেছেন,জনগণকে সুষ্ঠু ও নিরোপক্ষ নির্বাচন উপহার দিতে যৌতিক সময় দিতে চাই অন্তবর্তীকালিন সরকারকে।তবে বছরের পর বছর নয়।আবার তারাহুড়া করে নির্বাচন দিলে সে নির্বাচন সুষ্ঠ হবে না।আমরা প্রতিবেশী দেশ ভারতেকে অনুরোধ করবো শেখ হাসিনার বিরুদ্ধে খুন,গুম,নির্যাতনসহ আদালতে দেড়শতাধিকের অধিক মামলা হয়েছে।তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।
সাড়ে ১৫ বছর গোটা জাতির বিরুদ্ধে জুলুম করেছে।বিচারের নামে তামশা করেছে।অবিচার করেছে।সেটা শেখ হাসিনার বা আওয়ামীলীগের দোসরদের বিচার নিশ্চিত করতে হবে।শুক্রবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা আযোজিত কর্মী সম্মেলনে প্রধান অথিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন,ফ্যাসিস সরকার ২০০৯ সারে ১০ জানুয়ারী ক্ষমতা এসে ঝাপিয়ে পড়েছিল আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনীর উপর। ঢাকার পিলখানা তৎকালিন বিডিআর সদর দপ্তরে ২৫৭ জন চৌকস সহসী দেশ প্রেমিক প্রতিদ্রæতিবদ্ধ সমরিক কর্মকর্তাদের হত্যা করেছিল।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে নীলফামারী জামায়াতে ইসলামী’র অমীর মাওলনা আব্দুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের ইসলামী কেন্ত্রীয় সহকারী সেক্রেটারী মাওলনা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলনা মমতাজ উদ্দিন ,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবর রহমান বেলাল,বিশিষ্ট গবেষক ,শিক্ষাবিদ ও সমাজসেবক ডক্টর মোঃ খয়রুল আনামসহ অঞ্চলিকটিম সদস্যগণ ও পাশ্ববর্তী জেলার আমীরগণ।