বললেন ওসি শাহ্জাহান আলী
পুলিশের ভালো কাজ কেউ দেখেনা
- সংবাদ প্রকাশের সময় : ০১:০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ৮ বার পড়া হয়েছে
৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে পুলিশ বাহিনীকে যেভাবে ব্যবহার করেছে, বিগত দিনে কোন সরকার এভাবে কোন বাহিনীকে ব্যবহার করেনি। এ কথাগুলো বললেন নওগাঁ জেলার বদলগাছি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্জাহান আলী।
তিনি বলেন, আমরা শুধু আমাদের ডিউটি পালন করেছি, আর এই ডিউটি পালন করতে গিয়ে শতশত পুলিশ সদস্যকে আমরা হারিয়েছি, কিন্তু গণমাধ্যম কর্মী আমাদের খারাপ কাজগুলোই শুধু প্রচার করে ভালো কাজগুলো কখনোই তুলে ধরে না, আমরাও তো মানুষ দিন শেষ আমাদেরও তো পরিবার আছে। পুলিশ কোন ভাল কাজ করলে সেটা তার দায়িত্বের অংশ হয়। মন্দ কাজ করলে দায়িত্বের অতিরিক্ত হয়। আর ভাল-মন্দ যখন কোনটাই ঘটে না, তখন পুলিশ নিষ্কর্মা বলে কলঙ্ক ছড়ানো হয়।
তিনি আরও বলেন, পুলিশ হল, মধ্যবিত্ত বাঙালি সমাজের ঘরের বউয়ের মতো। ঘরের বউরা উদয়াস্ত পরিশ্রম করে সংসার চালান। অনেকে শুধু ঘরই না, বাইরও সামলান। রান্নাবান্না থেকে শুরু করে বাচ্চা কাচ্চাদেরদের পড়া-শোনাও তৈরি করে দেন। কিন্তু স্বামীরা মনে করেন, বউরা কিছুই করেন না। বাইরের জগতে পরিচয় করিয়ে দেয়ার সময় নির্দিধায় স্বামীরা বলে বসেন, আমার বউ কিছুই করে না। তেমনি পুলিশ সমাজের সকল জঞ্জাল পরিষ্কারের দায়িত্ব পালন করেও সব মহল থেকে দায়িত্বে অবহেলা, ব্যর্থতা আর রক্তচক্ষুর তাচ্ছিল্যই পেয়ে থাকে। নির্দিধায় এক শ্রেণির মানুষ বলেন, পুলিশ নাকি কিছুই করে না।