সুইজারল্যান্ড সফরে আসিফ নজরুল ও আসিফ মাহমুদ
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি সুইজারল্যান্ড গেছেন। এ ছাড়াও সুইজারল্যান্ড গেছেন উপদেষ্টা আসিফ মাহমুদও।
গত কয়েকদিন থেকে আসিফ নজরুল ও আসিফ মাহমুদ দুজনই বিদেশের ছবি ফেসবুকে পোস্ট করেছেন, ‘সাংকেতিক ক্যাপশন’ দিয়েছেন। তবে তারা নির্দিষ্ট জায়গার নাম উল্লেখ করেননি। তবে একজায়গায় ‘জেনেভা’র নাম উল্লেখ রয়েছে।
আসিফ নজরুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দুইদিন আগে পোস্ট দিয়ে বলেছেন, ‘আমি এখন ইউরোপে। অনেকদিন পর ভালো করে ঘুমাবো। কাল থেকে আবার কাজ।’
তবে ইউরোপের কোন দেশে তিনি গেছেন, তা তিনি উল্লেখ করেননি। অবশ্য, একদিন পর তিনি ফেসবুকে তা পরিষ্কার করেন। রবিবার (৩ নভেম্বর) সকালে তিনি ফেসবুকে লিখেন, ‘সানডে মর্নিং, জেনেভা’। এ ক্যাপশনের সাথে রয়েছে লেকের পাড়ে সকালবেলা বিভিন্ন মানুষের ‘মর্নিং ওয়াক’-এর ভিডিও। একই দিন তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নিজের একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, আসিফ নজরুল লেকের পাড়ে বসে রয়েছেন।
এদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুকে নিজের ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, একটি লেকের পাড়ে দাঁড়িয়ে আছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘৫ ডিগ্রি সেলসিয়াসের শরৎকাল’। এ ছবিতেও অনেকে কমেন্টস করেছেন, তিনি সুইজারল্যান্ড গেছেন।
জানা গেছে, উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদ সুইজারল্যান্ড গেছেন সরকারি সফরে। জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫২তম সভায় যোগ দিয়েছেন তারা। এছাড়াও তাদের সঙ্গে সুইজারল্যান্ড সফরে রয়েছেন দু’জন সচিব, দু’জন অতিরিক্ত সচিব, দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারিসহ ৮ জনের একটি দল।