গৃহবধূ খুন: দুই ভাড়াটিয়া গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
যশোর শহরের শেখহাটি বাবলাতলা এলাকার গৃহবধূ শাহানারা বেগম সানা হত্যায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পিবিআই। শুক্রবার (১ নভেম্বার) রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাউডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে লুট করা স্বর্ণালংকার। জিজ্ঞাসাবাদ শেষে আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।
আটককৃতরা হলো তালবাড়িয়া খালপাড় এলাকার মৃত হোসেন আলীর ছেলে বাবলা (৩০) ও তার মামাতো ভাই সুমন ইসলাম (৩২)।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, আসামিরা ৩ মাস আগে শেখহাটি বাবলাতলা এলাকার আতিয়ার রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে ওঠেন। আতিয়ারের স্ত্রী শাহানারা বেগমের সাথে আসামিদের ভাড়ার টাকা নিয়ে কথাকাটাকাটি হয়। এরপর আসামিরা তাকে খুন জখমের হুমকি দেয়। সর্বশেষ গত ৩০ অক্টোবর দুপুরে আতিয়ার রহমান ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে দেখেন বাইরের গেটে তালামারা। এসময় তার স্ত্রীর মোবাইল ফোন বন্ধ পান। অনেক স্থানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে রাতে তিনি ছেলের বাড়িতে থাকেন। পরদিন সকালে স্থানীয় লোকজন নিয়ে বাড়িতে গিয়ে তালাভেঙ্গে ভেতরে গিয়ে দেখেন ভাড়াটিয়ার ঘরে তার স্ত্রীর মরদেহ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় শাহানারার ছেলে বাদী হয়ে ভাড়াটিয়া বাবলা ও সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে পিবিআই ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাউডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে বাবলা ও তার মামাতো ভাই সুমনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে, যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া আকিজ সিটি এলাকা থেকে হত্যায় ব্যবহৃত চাকু ও শাহানারা বেগমের বাড়ি থেকে লুট হওয়া সোনার গহনা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।