পাহাড়পুর বৌদ্ধবিহারে আসতে শুরু করেছে পর্যটক (ভিডিও)
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আবারও নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার স্বাভাবিক হয়ে উঠেছে। আসতে শুরু করেছে পর্যটক, গতি ফিরেছে বৌদ্ধবিহারেরে। এরইমধ্যে প্রত্নস্থল পাহাড়পুর বৌদ্ধ বিহারে দর্শনাথীদের ভিড় লাগতে শুরু করেছে। জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত প্রত্নস্থলগুলোর মধ্যে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার। পাহাড়পুর বৌদ্ধবিহারে বাড়ানো হয়েছে নিরাপত্তার ব্যবস্থা।
বুয়েট থেকে আসা শিক্ষার্থী এবং দর্শনার্থী সুমন, তোতা, সাজু ও আয়েন উদ্দিন জানান, এবারই প্রথম তারা ওই জায়গা দেখতে এসেছেন। এই বৌদ্ধবিহার যে এতো সুন্দর তা কখনো ভাবতে পারেনি। মানুষের কাছ থেকে পাহাড়পুরের কথা শুনেছি। অনেক দিনের ইচ্ছা এ বছর সেটা পূরণ হয়েছে। তারা তাদের বন্ধুদের সাথে বেড়াতে এসেছে এই পাহাড়পুর বৌদ্ধ বিহারে।
ভারতের আসাম রাজ্য থেকে আসা ইলিমা ও শিরিন পারভীন বলেন, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। এমন অপূর্ব দৃশ্য নওগাঁয় আছে তা না দেখলে কেউ বিশ্বাস করবে না। তাই তারা সবাইকে বাংলাদেশের ঐতিহ্যবাহী পাহাড়পুর দেখার আহবান জানান।
টুরিস্ট পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপপরিদর্শক রিয়াজ উদ্দিন বাংলা টাইমসকে বলেন, আমরা ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে আশা দর্শনাথীদের কোন অপ্রতিকর ঘটনা না ঘটে সেদিকে বিষেশ ভাবে লক্ষ্য রাখছি।
এ বিষয়ে ঐতিহাসিক পাহাড়পুর (সোমপুর বিহার) এর কাস্টোডিয়ান ফজলুল করিম বাংলা টাইমসকে বলেন, এবার বৌদ্ধবিহারে দর্শনার্থীদের সংখ্যা বাড়ার সাথে সাথে সরকারের রাজস্বও বৃদ্ধি পেয়েছে। সেই সাথে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে।