৪৬ লাশ পোড়ানোয় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা শহিদুল ট্রাইব্যুনালে
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় ৪৬ লাশ গুনে গুনে ভ্যানে তোলা এবং আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাভারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনালে তাকে উঠানো হবে।
এর আগে, বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে ঢাকায় পাঠানো হয়। আসামি শহীদুলসহ ১৭ জনের বিরুদ্ধে ২৭ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পুলিশ জানায়, গ্রেফতার আতঙ্কে এতোদিন গা ঢাকা দিয়েছিলেন শহীদুল। অবৈধ পথে দেশত্যাগেরও পরিকল্পনা ছিলো তার।
এদিকে, ১৫ নভেম্বর পুরাতন হাইকোর্ট ভবনে জুলাই-আগস্ট গণহত্যার বিচার শুরু হবে আশা করছেন, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন বিকেলে আশুলিয়ায় লাশের স্তূপে আরও লাশ গুনে গুনে ভ্যানে তোলা এবং পরে পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।