বললেন উপদেষ্টা আসিফ
চার ঘণ্টা ট্রাফিকের দায়িত্ব পালন করবে শিক্ষার্থীরা
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৭০০ যুবককে সহায়ক ট্রাফিক পুলিশ হিসেব নিয়োগ দিবে সরকার। শিক্ষার্থীরা পার্টটাইম হিসেবে ৪ ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে।
বুধবার (৩০ অক্টোবর) পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, প্রত্যেক সেক্টরেই ছাত্রদের কাজের সুযোগ দেয়া হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে। এক হাজার যুবক নিয়ে ট্রাফিক সচেতনতামূলক একটি কোর্স করানো হয়। সেখান থেকেই ৭০০ জন যোগ দিচ্ছেন।
উপদেষ্টা জানান, ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৩-৪০০ জন নেয়া হবে। পর্যায়ক্রমে ৭০০ জনের নিয়োগ হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কাজ করবে। সকাল এবং বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে তাই ৪ ঘণ্টা করে তারা এই কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে তাদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।
আসিফ মাহমুদ বলেন, সারাদেশে ৬৪টি খাল পরিস্কার করবে যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ঢাকার রামপুরা-জিরানী খাল পরিস্কার করা হবে।
তিনি আরও জানান, সারাদেশে ২৬ লাখ গ্রাজুয়েট বেকার রয়েছে। আর মোট বেকারের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আগামী ২ বছরে ৫ লাখ যুবককে কর্মসংস্থান করার উদ্যোগ নেবে সরকার। এবং ৯ লাখ যুবককে ট্রেনিং দেয়া হবে বলেও জানান তিনি।